একি মাগো! এ কি বুঝি তোমার কুলের মায়া;
যেথায় সদা বিরাজ করে মৃত্যুপুরীর ছায়া!
তোমার কোলে ওহ মাগো! আমি অরক্ষিত সদা;
লোলুপ চোখ আর নোংরা হাতের থাবা পড়ে ক'দা।

একি মাগো! তোমার সন্তান বুঝি নারী ভোগে পাগল!
এ কেমন সন্তান জন্ম দিলে? যার নেই মোটেও আকল।
রাস্তা-হাটে লোলুপ চোখে তাকাই সে নারী কুলে,
কেমনে করে জন্মদায়িনী নারীকে যায় ভুলে?

নিজের বোনের কথা কি তার মনে পড়ে নাকো?
অন্যের বোনের ইজ্জত নিতে ঔঁত পেতে কেন থাকো!
দিন দুপুরে আমার বোনের জীবন নিলে কেড়ে;
এই কেমন কুলংকার সন্তান; মাগো তাকে যাও না কেন ছেড়ে?

এমন ছেলে জন্ম কেন দিলে তুমি মাগো?
ধর্ষণ করে মর্ত্যে থাকে; অনুশোচনা জাগে নাকো।

বুকে আমার উতালপাতাল ঝড় ছুটেছে বুঝি;
ধর্ষক কে মরণ কামড় দিতেই সদা খুজি।
আমার বোনের ইজ্জতে যে, বাড়ায় কালো হাত;
জীবন তাহার নরক করবো; মুছে ফেলব জাত!

ধর্ষক তুই বড় নিমকহারাম চিনলে না নারী জাতি;
সে-ই তোর মা বোন আর এই জগতের বাতি?
এই পৃথিবীর অর্ধেকই তার নারী দিয়ে ভরা;
বাকি অর্ধেক তার উদরেই জন্ম নিল ধারা।

মানুষ হ রে ধর্ষক তুই এই যে ধরার মাঝে;
নয় তোর ধ্বংস হবেই কোনো সকাল সাঝেঁ।

__________
০৯/০৩/২৫