ভুল মানুষ
আনোয়ার হোসেন বাদল
_____________________
ভুল কৃষক চাষ করে ভুলের বাগান
ভুল মানুষ জানে না শুদ্ধ সাধন
জন্ম যার ডোবা জলাশয়
নর্দমার জল পানে বেড়েছে যে প্রাণ
ভুলকেই শুদ্ধ ভাবে এই তার জ্ঞাণ।
জন্মান্ধের অচেনা থাকে আলোকিত পথ
স্বপ্ন তার পিপিলীকা পাখা
সে পাখায় ভর করে আলোর তালাশে উড়ে হাবিয়া দোজখ দেয় পারি
আগুনকে আলো ভেবে মৃত্যুর কোলে পড়ে ঢলি।
পিপিলীকা ভাঙে কতো নিষেধ দেয়াল
আগুনে পুড়ে যায় উড়াল পাখা
মৃত পাখির মতো পরে থাকে ভুলের সাগরে
ভুল মানুষ জন্ম যদি নর্দমার পাঁকে
তার ভাগ্যে আলো কি থাকে ?
ভুল চাষে ভুল ফসল, জন্মগত ধারা
মৌলতা খেতে তার বিষবৃক্ষ কাঁটা
আমনের খেতে হয় মাকাল ফলন
জন্ম দোষে দুষ্ট হলে চিরকাল আলোহীন ঘর
ভুল প্রেম বুকে টানে সত্য তার চিরকাল পর।
_______________________
পটুয়াখালি, ০৬/১০/২০১৭