আমার স্বাধীনতা
--------------

মধ্যরাতে পদ্মার বুক চিড়ে ছুটে চলা
এই জাহাজ
ক্রমাগত মুষল ধরে বৃষ্টি
দুরাগত কোন জাহাজের তীব্র হুইসেল
মাঝ দরিয়ায় কুপি বাতি জ্বালিয়ে
মাঝিদের অস্তিত্বের জানান
দূরে আলো ঝলমলে কোন সমৃদ্ধ নগরীর
হাতছানি
এ যেন আমার নয়।

আমি ছুটে চলেছি কোন এক অজানা দ্বীপের সন্ধানে,
যেখানে রয়েছে আমার প্রিয়তমা,
স্ত্রী, সন্তান;
আমার স্বাধীনতা
আমার অস্তিত্বকে আগলে রয়েছে বহু কষ্টে।

হে দূরাগত জাহাজের নাবিক,
হে মাঝ দরিয়ার মাছ শিকারি সাহসী যুবক,
তুমি জানো কি?
কোথায় রয়েছে আমার প্রিয়তম,
কাঙ্খিত জীবন!
আর কতদুর গেলে মিলবে সে ঠিকানা!

পঞ্চাশ বছর ধরে এ পথে চলেছি আমি
আমার প্রিয়তমার ঠিকানা
তুমি জানো কি
হে মধ্য রাতের পদ্মার ঢেউয়ের গর্জণ,
হে কৃষ্ণকায় মেঘরাশির অঝর বৃষ্টি?

ঐ তিমিরের বুক চিরে ছুটে আসা
দিগন্তের যে আলোকিত বিশীর্ণ বন্দরের
কোলাহল
তবে কি সেখানে রয়েছে আমার স্বপ্ন লালিত
সে দ্বীপ বাসিনী!

কাপ্তেন,  তবে ভিরিয়ে দাও তোমার জাহাজ,
আমাকে ফেলে যাও
ঐ নামহীন ভাঙ্গাচোরা বন্দরের ঘাটে,
যেখানে রয়েছে আমার পিয়তমা,
আমার  স্বাধীনতা!
------------------------
সুন্দরবন জাহাজ, ঢাকার পথে।
১০/০১/২০১৪