নষ্ট প্রেমের কষ্ট-৮ (বৃষ্টি বিলাস)
------------------------

আজও বৃষ্টিতে ভিজে ভিজে তোমাকে  ভালোবাসা দেই
আষাঢ়ী ঢলে ভেসে চলা হংস যুগলের মতো
নাজুক কলমির মতো আজও
তোমার মাঝে কামুক হতে মন চায়
মেঘের সরবোরে।

তুমি তো জানো না
আজও আমি মেঘের গোপন জলে তোমাকে পাই
তবু কেন তোমার সুখে জ্বলে পুরে যাই!
কি জানি কতো যুগ পর আগের প্রেমিকা বৃষ্টির ফোটা হয়ে ঝড়ে।

বৃষ্টি হলে আজও অভিজ্ঞ চাষীর মতো
তোমার নাভিমূলে রাখি কামুক অধর
চোখ বেয়ে ঠোঁটের ডগা  
সুবিন্যস্ত বুকে রাখি হাত!
অত:পর পাহাড়ি নদীর মতো এঁকেবেঁকে গোপন কন্দরে চলে অসভ্য লাঙল।

আবেশে কেঁপে ওঠে তৃপ্তির চোখ
শিহরণ বুকের ভেতর
বৃষ্টিতে ভিজে ভিজে নষ্ট প্রেমিকের
তবু হিংসায় জ্বলে যায় বুক
জিঘাংসার ব্রত জাগে অলীক ধাঁধাঁয়।

হাজার জনম পরে হয়তো বা একদিন বৃষ্টির ধারা হবো আমি
এই ঘোর ঝড়ের মতো
প্রেমের চাবুক তখন তোমার শরীরে,  
প্রতিশোধ নেবো ভেজাবো সে জলে।

ঠোঁট নিংড়ে জানুদেশ খুঁজে নেবো নোনাজলে ভেজাবো অধর
তারপর নির্ভীক চাষী হবো আমি
আমাকে নিও চিনে,
বোশেখী ঝড়ের সেই বৃষ্টির মাঝে।

-----------------------
কলাবাগান, ঢাকা