কবিতার রাজ্যে
--------------


কবিতার রাজ্যে            আমি এ বাড়ুয্যে
          লিখি কিছু পঁচা বাসি পদ্য,

কবিগন খেয়ে তা          বলে এটা রাংতা
            এর চে' লেখো তুমি গদ্য।

গদ্য লিখিতে বেশ        কষ্টের নেই শেষ
            যতো লিখি ভরেনা পাতা,

তাই ভাবি অদ্য              পান করে মদ্য
           মনে আসে লিখবো যা তা।

লেখা শেষে এইসব     চেয়ে দেখি ভাইসব
           হাততালি দিয়ে দেন বেশ,

মনে মনে ভাবি বসে   মিলাই যা রসে কষে
            ভালোই তো বাজে তার রেশ।

এই যদি কবিতা       লিখে দেবো সবই তা
          মাতাল হোক সব কবিতাপাঠক,

এর চেয়ে ভালো যা   তোমরাই লিখো তা
        বাকিসব থাক তবে কবিতাযাজক।

-----------------
চৌরাস্তা, পটুয়াখালী