পরিচয়
আনোয়ার হোসেন বাদল
------------------------
আমি একা, বনের পাখি, মুক্ত স্বাধীন
         বনের মাঝেই থাকি
আমি নিজ ঠিকানা নিজেই খুঁজি
         নিজের মনেই নিজের
         প্রেমকে রাখি।
আমি লিখি যাহা আমার মনে চায়
আমি চাইনা তারে যে আমারে
         শেকল পরাতে চায়।
আমি যাকে ভালোবাসি তার পাশেই রই
আমি মনের কথা যতো আছে সব  
         তার কাছেই কই।
আমি চির স্বাধীন, বন্ধনহীন,
         চরম স্বেচ্ছাচারী
আমি শর্তবিহীন ভালোবাসা দেই
         শর্ত  দিলে তাকে ঘৃণা করি।
আমি ধার ধরি না রাজার, মানি না
         কোন নিয়মের বেড়াজাল
আমি আপনি আপনার রাজা
         থাকি মাতাল, বেসামাল।

তুমি  আমায় বাঁধিতে চাও?
তুমি  এই কথা জেনে নাও
তুমি  দ্যাখোনি আমি গৃহহীন এক কবি?
তুমি  জানো না? নদী নিয়ে গেছে
         আমার  সবই?
তুমি  তো জানো, আমি এক যাযাবর
তুমি  কি করে ভেংগে দেবে আমার ঘর?

যাদের কথা মানার জন্যে বাধ্য
          করিতে  চাও
যাদের সাথে তাল মেলাতে সারাক্ষণ
          বলে যাও।
যাদের সামনে নতশীরে আমায়
          থাকিতে তুমি বলো
যাদের ছাড়া পথ নেই বলে তুমিও
          সেপথে চলো।
যাদের বাড়িতে দিনরাত তুমি
          ডাকবাবু হয়ে থাকো
যাদের ছাড়া বলেছো তুমি দিনরাত
          চলে নাকো।

এই  আমি জেনো,তাদের কেন?
       কারোই অধীন নই
এই  আমি  চলি আপন পথে আপন
        মনেই রই।
এই  আমি  আছি চিরদিন একা
        গেয়েছি একাকি গান
এই  আমি আজো একা গেয়ে চলি  
        মানুষের জয়গান।      
                
আমার গানে সুর মেলাতে যদি কেউ
           কাছে টানে
আমার কানে যদি কোনজন এসে বলে  
           কানে কানে।
আমার পথকে ভালো লাগে তাঁর সাথী
           সে হইতে চায়
আমার বোধের ঘরখানিতে তাঁকে সে  
           দেখতে পায়।

যদি সে জানে  
       আমার চেতনায় নজরুল কথা কয়    
যদি সে জানে  
       গুরুদেব রবি ডাকে মোরে নিরালায়।  
যদি সে জানে
       কলম আমার বাংলার কথা জানে
যদি সে জানে
       জীবননান্দের বাংলা আমায় টানে।

আর যদি জানে
         সাঁইজি আমার ধ্যানের দাওয়ায়
          হাঁটেন
আর যদি জানে
           বাপজান আমার হৃদয় জুড়িয়া
           থাকেন।          
আর যদি জানে
        আমার কলম প্রগতির পথে চলে
আর যদি জানে
         বঙ্গ পিতা আমার বুকেতে জ্বলে।

সে যদি আমার পাশে এসে কখনও
      ধরেই আমার হাত
সে যদি আমার চেতনার পথে জানান  
      সুপ্রভাত।
সে যদি পথের কোন এক বাঁকে জানায়
      আমাকে সালাম
কমরেড তিনি, দু'হাত বাড়িয়ে, ঠুকবো
      লাল সালাম।।