মানুষ খুঁজি
আনোয়ার হোসেন বাদল
____________________
বৃষ্টি ভেজা বৃক্ষরাজি মাঠের তেপান্তর
ভিজিয়ে দিলো তৃপ্ত হলো অতৃপ্ত অন্তর
শ্রাবণ ধারা বাঁধন হারা কৃষ্ণকালো মেঘ
মাঠ ভরেছে বাঁধ ভেঙেছে সবাই নিরুদ্বেগ
মাঠ পেরুলে একটু গেলে নদীর ভাঙা কূল
বকের সারি যাচ্ছে উড়ি যেমন সাদা ফুল
নদীর বুকে মনের সুখে নানান রঙের নাও
সুজন মাঝি গাজি গাজি কোথায় তুমি যাও?
হারিয়ে গেছে প্রেমের মানুষ শুন্য এখন বুক
নদীর বাঁকে একলা খুঁজি সেই মানুষের মুখ?
বাঁধন হারা শ্রাবন ধারা বইছে নিরন্তর
ব্যর্থ মনে তীর্থ কোথায় শুদ্ধতম ঘর
বয়স হয়েছে নদীর মতো উতাল মনের ঢেউ
মানুষ খুঁজি একটি জীবন দেয়নি সাড়া কেউ
সুজন মাঝি যাও বলে যাও কোথায় তারে পাই
সূর্য গেলো নদীর ওপার সময় বেশি নাই।
_____________________
পায়রার পার, পটুয়াখালি
২৭/০৭/২০১৭