প্রেম পূজারিণী
আনোয়ার হোসেন বাদল
-----------------
যবে তুমি শুধাইলে কী আমার
আছে সঞ্চয়?
হিসেব মেলাতে গিয়ে বুক কাঁপে
তেড়ে আসে ভয়।

প্রেম ছাড়া পাঠ্যতে আরকিছু
ছিলোনাতো মোর!
শিক্ষক মহাশয় সদাশয়
হাঁকিতেন চোর।

গণিতে শূন্য বলে ধন জন
হয়নিকো কিছু
প্রেমেও করেছি ফেল, ছেড়ে গেছে
বিরহের পিছু।

হাতে আছে সংখ্যার পেছনের
শুধু এক জিরো
নিজেকে তবুও ভাবি সবচেয়ে
দামী এক হিরো।

আঁতাত করিনি কোন বেলেহাজ
পতিতার সাথে
প্রেম পূজারিণী হলে এসো তবে
হাত রাখি হাতে...

পটুয়াখালী
১৭/০৩/২০২৫