কাকেদের উৎসবে গনতান্ত্রিক হট্টগোল
আমাকে মৃত ঘোষণার পর
কাকেদের আনন্দ উৎসবে হট্টগোল বেধে গেলো
অথচ বাঁশের মাচার নীচে
শ্রদ্ধাভাজন মনকির নকিরের সওয়াল জওয়াব
মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়্যুকা।
আমি বলদের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি দেখে
তারা হয়তো বুঝতে পেরেছিলেন
আমি বাহান্ন'র ভাষা আন্দোলনের উত্তরপুরুষ।
অতঃপর প্রসঙ্গ পাল্টে
আমাকে অভিযুক্ত করলেন এই বলে যে কাকেদের আনন্দ উৎসব পণ্ড করার কোন অধিকার আমার নেই।
কিছুক্ষণ ভেবে আমি সাফ জানিয়ে দিয়েছিলাম
ভারতবর্ষে প্রতিটি মৃত্যুর পরে রকমফের আনন্দ উৎসবের রীতি প্রথা সিদ্ধ
এবং তাতে হট্টগোল যারপরনাই গনতান্ত্রিক
আর বাংলাদেশ গনতন্ত্রের রোল মডেল।।