চিরায়ত খেলাঘর
আনোয়ার হোসেন বাদল
----------------------------------
খেলাঘর বেঁধেছিলাম একদিন এপথে
বুঝি নাই এযে বালুচর
অথবা শ্মশানের মতো একদিন
সবকিছু হয়ে যাবে শেষ বুঝি নাই।
হয়তো এ পৃথিবীই এক মহা-শ্মশান
ঝড়, ঝঞ্ঝা, তুফান, ভাঙনের ঘূর্ণাবর্তে সবকিছুই লণ্ডভণ্ড হয় দিনরাত
তবু মিথ্যা আশায় বাঁধি খেলাঘর।
সাজানো বাগান আমার পুড়ে হয়
উনুনের ছাই
প্রেমের ফুলে অচেনা কিট খেলা করে
একটি একটি করে পাপড়ি ঝরে তার ,
আমার হয়েছে বয়স ঢের
আর আমি হয়ে গেছি বহু পুরাতন
কোন আসবাব
ভাষা নেই, বোধ নেই কোন দর্শন ছিলো না আমার।
সময়ের পতাকা আজ ব্যঙ্গ করে প্রতিক্ষণ
আমার গর্বিত অতীত নিয়ে পরিহাস করে
আমার আদর্শ আর মূল্যবোধ
আমাকেই কুঁরে কুঁরে খায়
গোলাপের বাগান আমার ভেঙ্গে দিয়ে
নির্মিত হয় খেয়ালী ইমারত।
আমি শুধু চেয়ে দেখি হৃদয় মাটি আমার
ভেঙ্গে ভেঙ্গে শেষ হয়
নদীতে ভেঙ্গে যাওয়া আমার ভিটের মতো
জানি একদিন ঐ ইমারতও মহাশ্মশানে হয়ে যাবে লীন
তবুও আশার ভেলায় ছুটে চলা
বোঝে না সে এও বালুচর।
আনমনে আমি শুধু
নির্বিকার চেয়ে দেখি একা, অবিরল
বালুচরে বাঁধা খেলাঘরে আজও
ভালবাসার লুকোচুরি খেলা চলে অবিরত
এভাবেই কেটে যাবে অন্তহীন, অনাদি জীবন।
-------------------------------
পাংগাশিয়া, পটুয়াখালী
৩০/০৯/২০১৫