ভিলেন তুমি!

ভাবছো তুমি বড্ড চালাক!
ঠকিয়ে মানুষ পাবে পার,
পার পাবেনা ভুল ভেবেছো,
গড়ো যতই টাকার পাহাড়!

কষছো হিসেব দিনে রাতে
মারবে বাড়ি কার মাথাতে!
ভাঙ্গবে কাঁঠাল কার কপালে
লোক ঠকাবে কি আঁতাতে!

ভাবছো তোমায় দেখলে মানুষ
সালাম ঠোকে সব বারেবার!
পিছন ফিরে থুতু ছিটায়
ঘৃণা মনে তারাই এবার!

এক কড়ি নেই মূল্য তোমার
যখন হবে কবর বাসী!
নিভবে যখন জীবন প্রদীপ,
ঘৃণা পাবে রাশি রাশি!

ভাবছো তোমার দামী বাড়ি
থাকবে সুখে বারোমাসে,
মিশে আছে যেই আবাসে
অভিশাপের দীর্ঘশ্বাসে!

তোমার ছেলে তোমার মেয়ে,
জানবে তারা তুমি কেমন!
বাবা হলেন নায়ক সবার,
ভিলেন তারা তুমি যেমন!

২৭ জুলাই, ২০২১
ঢাকা।