পথের পথিক পথ ভোলা স্বপ্ন অযুত অন্তরে,
যখন আমি থাকবো না, হাঁটবো না এই নগরে,
ফেলবে নোঙর নতুন নাবিক অচিন এক বন্দরে,
এই শহরে তখন থাকবো না কোন খবরে।
এই শহরে অলি-গলি বদ্ধ কানাগলি,
ট্রাফিক জ্যাম ধুলো দালান চড়ুই পাখি ঘুলঘুলি,
চিলেকোঠায় তারা গোনা ঘুমহীন রাত গুলি,
আমায় খুঁজে পাবেনা আর মেঘ বৃষ্টি গোধূলি।
শহর জুড়ে আলোর মেলা দীর্ঘশ্বাস অন্দরে
যখন আমি থাকবো না, হাঁটবো না এই নগরে।।
হাজার গল্প লেখা থাকে মহাকালের পাতায়
একটি গল্প শেষ হলে হায় কার কিইবা এসে যায়,
জেগে থাকা এই শহরে হাজার তারার ভীড়ে
জ্বলবেনা আর একটি তারা ফিরবেনা কেউ নীড়ে।
পাওয়া না পাওয়ার কাব্য কথা হারায় কালের গহ্বরে
যখন আমি থাকবো না, হাঁটবো না এই নগরে।।
৭ এপ্রিল ২০২২
৫ রমজান, ঢাকা।