আবার দেখা হবে নতুন সকালে
মহামারী ও মৃত্যু পেছনে ফেলে
সব রোগ শোক হতাশা দূরে ঠেলে
বুকে বুক মেলাবো বন্ধুকে পেলে।
স্কুলের ঘন্টার কোলাহলে
হুটোপুটি ছুটোছুটি সদল বলে
ধুলো ঝেড়ে, বই খাতা নেবে সকলে,
পার্কে মাঠে খেলা হবে ব্যাটে বলে।
আবার দেখা হবে পথে, বৈশাখে,
শরতে, ফাগুনের সময়ের বাঁকে।
হারানো দিনের সে প্রাণের মেলায়
হারাবো অতীতে গল্পে আড্ডায়।
আবার কোলাকুলি হবে ঈদগাহে
চাঁদ দেখার উৎসব উৎসাহে
ঈদের জামাত হবে কাঁধ মিলিয়ে
আতর সুবাসিত কাতারে দাঁড়িয়ে।
প্রভাত ফেরী, রক্ত আগুন গানে
হেঁটে যাবো বহুদূর প্রাণের টানে,
আবার দেখা হবে শহীদ মিনারে
নতুন আশা, নতুন দিনের দ্বারে।