স্যার বলো না হয় লর্ড বলো আমরা খেলি মাঠে
তোমরা তখন টিভি দেখো শুয়ে বসে খাটে!
ছক্কা মারা এতো সোজা! ছেলের হাতের মোয়া?
চার মারা কি পান্তা ভাত ভাই দেখবে চোখে ধোঁয়া!
তপ্ত রোদে গা পুড়িয়ে আমরা খেলি মাঠে
তোমরা যখন ঘুরে বেড়াও হাটে মাঠে ঘাটে!
তোমরা ভীষণ এক চোখা সব দোষ দেখো মোদের
ইন্ডিয়ানরা খেললো কেমন! দেখছো খেলা ওদের?
মিরপুরেতে দেখোনি তোমরা আমরা হলাম বাঘ!
এখন বিড়াল ডাকো বটে! কেমন তোমার দেমাগ?
আয়নাতে মুখ দেখো আগে তুমি কেমন জিনিষ?
খেলো দেখি তোমরা মাঠে, আমরা না হয় ফিনিস!
তোমরা যখন ডেটিং করো পার্কের চিপায় চাপায়
আমরা তখন জিম করি আর দৌড়িয়ে ঘাম ঝরাই!
ক্যাচ ধরা কি মুখের কথা! ধরছো কে কয়টা ক্যাচ?
চিপায় তুমি কি ক্যাচ ধরো হে কেমন খেলো ম্যাচ!
বলার আগে ভেবে দেখো দেশের পিচটা কেমন!
মন্থর পিচে সারা বছর, রেজাল্ট হবে এমন
মন্থর পিচে বাঘ যারা হয় দ্রুত পিচে বেড়াল!
সহজ ব্যাপার বুঝছো নাকি তোমরা চালাক শেয়াল!
হাই প্রোফাইল সব আনলে কোচ খেলার হবে শুদ্ধি
এমন তরো ভাবনা যাদের নেই তাদের জ্ঞান বুদ্ধি!
ঘরোয়া ক্রিকেট বেহাল দশা ঠিক করো ভাই আগে
তারপর না হয় দিও গালি বেশি করে ভাগে!
৩ নভেম্বর ২০২১, ঢাকা।