প্রখর স্বপ্নের রোদ ওঠে তোমার উঠোনে
দীর্ঘ তোমার ছায়া আমার আকাশ কোনে
শ্রাবন বুকে অথৈ অতল বিরহের জল
ব্যাকুল মনে দুকূল ভাঙ্গে প্লাবনের ঢল।
অশান্ত সমুদ্র অবাধ্য ঢেউ গোনে।
নিঃসঙ্গ নক্ষত্র নিঃসীম নির্জন প্রহর
দিশাহীন নাবিক খুঁজে যায় দূর বাতিঘর।
চৈত্রদিনে মাঠ ঘাট প্রান্তর তৃষ্ণা কাতর,
হৃদয়ের উষ্ণতা ঢাকে শীতল চাদর।
আজ বিষন্ন দিন নতুন দিনের ডাক শোনে।
১৪ সেপ্টেম্বর ২০২০, ঢাকা।