পর্দা ঢাকা এই রুম আমার, তোয়াল ঢাকা চেয়ার!
সবার আমি স্যার মহাশয়, মালিক সালাম নেয়ার।
কোন কালীনে কোন কুলীনে, ক্যামনে হই আমি ভাই?
মানিনা তাই মানবোনা ভাই পাতানো বন্ধ চাই!
শোনোনি ঐ ব্রিটিশ রাজ, কেমনে করলো দেশ শাসন?
দেখলে তাদের পর দাদাদের, উঠতো না কি ভয়ের কাঁপন!
পাকিস্তানি আর পাঞ্জাবি, ওরা কি ছিলো ভাই?
এখন তবে স্যার বলিতে, কষ্ট হবে কেনো আমায়?
ওঠা বসায় বলবে স্যার, সালাম দেবে সব বারবার!
এমন মধুর ডাক শুনতে মন ভীষণ ব্যাকুল আমার!
স্যার ডাকিলে পকেট থেকে, পয়সা খরচ হয় কি তোমার?
মিষ্টি শব্দ স্যার বলিতে, খসে যায় জবান কার?