জোয়ার জলে ভেসে যাবে তুমি,
বুকের ভেতর উথাল পাথাল নদী!
প্রেমে পড়ো যদি!
প্লাবন ঢলে ডুবে যাবে সবই!
পাল ছেঁড়া এক নৌকা হবে নদী,
প্রেমে পড়ো যদি!
ক্ষুতপিপাসা কই পালিয়ে যাবে!
দিবানিশি মনটা উদাস বড়ো?
প্রেমে যদি পড়ো!
চারপাশেতে হাজার ফুলের সুবাস!
যখন তখন উঠবে হাওয়া ঝড়ো,
প্রেমে যদি পড়ো!
দেখলে তাকে ছলকে ওঠে হৃদয়?
কাছে পেলে সময় যাবে থেমে!
পড়ো যদি প্রেমে!
হাজার মুখের ভীড়ে ভাসবে তার মুখ!
তার কথাতে হৃদয় জড়োসরো!
প্রেমে যদি পড়ো।
রঙ ছড়াবে হাজার প্রজাপতি
নিরাশ আশায় অশ্রু ঝরো ঝরো!
প্রেমে যদি পড়ো।
আলো ছায়ায় স্বপ্ন ওড়ে শত
তার হৃদয়টা হৃদয় দিয়ে ধরো,
প্রেমে যদি পড়ো।