"আমি কারো জন্য অপেক্ষা করতে চাইনা"
ইতিপূর্বে এই পেইজে পোস্ট দিয়েছিলাম। কিন্তু আমার লেখার সমালোচক আমার স্ত্রী বললো তার ভাল লাগেনি। কিছুটা পরিবর্তন আনতে বলল সে। আগেরটিতে কিছুটা পরিবর্তন এনে নতুন এই পোষ্ট।
"আমি কারো জন্য অপেক্ষা করতে চাইনা,
আমি চাইনা কারো জন্য দিনগুলো অস্থির হোক,
আগ্রহে অধীর হোক,
ধুলো জমুক উঠোনে, মনের কোণে,
বাষ্প জমুক চোখে, শোকে,
বিষন্নতায় ডুবে যাক সমস্ত শহর,
বিনিদ্র হোক জনপদ লোকালয়,
খাঁ খাঁ করুক নগর বন্দর।
অন্তহীন অপেক্ষার অন্ত হোক আজ,
অলীক আশার ভ্রান্তি কাটুক আজ,
ব্যাকুল চোখের শ্রান্তি কাটুক আজ।
আকাশ জুড়ে মুক্ত পাখি উড়ুক
শেষ বিকেলের মৌনতা আজ ঘুচুক,
চাঁদের হাটে জ্যোস্না ধারা নামুক
অপেক্ষা আর মৌনতা
বিদায় হয়েই থাকুক।"
করোনাকাল, ২৭ মে, ২০২০, ঢাকা।