মনের মতো জামাই পেতে করলো মানত শিন্নী,
আমার মতো ভালো ছেলে পেয়ে গেলো গিন্নী!
বোকা সোকা নরম সরম ছেলে হলে ভালো!
লম্বা তাকে হতেই হবে রঙটা হোক না কালো!
স্বল্পভাষী মানুষ ভালো, নয় তো ভালো বাচাল,
লুচ্চা লোলুপ জামাই হলে জীবন হবে ভ্যাজাল!
ইজি গোয়িং সহজ সরল পাও যদি স্বর্গবাস!
কষা পেটে প্যাঁচ জিলাপির জামাই তো সর্বনাশ!
স্বশুরের টাকার লোভ করে যে সেই তো লোভী জন,
লোভী লোককে করলে জামাই ফ্যাসাদ হবে ভীষণ।
সকাল বিকাল খুঁত ধরা লোক সে তো ভালো নয়,
অতি পন্ডিত লোক হলে তো লাইফটা বিষময়!
"কেমন জামাই আমি তোমার" জানতে চাইলাম আমি?
গলে গিয়ে বললো গিন্নী "মনের মতো স্বামী!"
"প্যাঁচের ঘোচের কথা তুমি বলোনাতো কভু!
পোড়া রুটি খেতে দিলেও রাগ করোনা তবু!"
"দেখে তোমায় মন বলেছে, তোমার তরে জীবন
মনের কথা শুনে আমি পেলাম স্বামী এমন!
তুমি আমার মন ছুঁয়েছো হৃদয় দিয়ে হৃদয়
তাইতো তোমায় বেছে নিতে হয়নি দ্বিধা ভয়।"