(একদিন)
আলোর তোড়ে কেটে যাবে অমানিশা,
পৌষের ভোরে ভাসবে কুয়াশার ভেলা
বৈশাখে আবার জমবে মেলা,
শুভ্র কাশে ভরে যাবে শরত বেলা,
অঘ্রাণে নবান্ন উৎসব হবে,
ফাগুন রাঙাবে লাল কৃষ্ণচূড়া,
বৃষ্টি বর্ষায় ভিজবে মানুষ অবলীলায়,
শহর জুড়ে ফুটবে কদমফুল,
অলিতে গলিতে বেলী ফুলের সৌরভ,
আকাশ জুড়ে রঙ, ছড়াবে রঙধনু।
রাস্তার টং দোকানে চায়ের কাপে টুংটাং
আড্ডা হবে তুমুল,
বন্ধু জড়িয়ে নেবে বন্ধুকে নির্দ্বিধায়।
শ্বাস নেবে মানুষ বুক ভরে,
ধুলিময় বাতাসের বুক চিরে।
বাসে ঝুলবে মানুষ অভ্যাসে, বাদুড় ঝোলা,
জলজটে যানজটে হবে নাকাল,
কোলাহলের ঢাকায়
জনারণ্যের বাংলাদেশে।