মুখোশ পরা সাধু
আমরা যারা আম জনতা দেখছি বসে নাটক
জ্বীন পরীরা কেমন করে হচ্ছে এখন আটক!
তোমরা যারা দিনে রাতে খাচ্ছো ফুলের মধু
ভাবছো নায়ক তোমরা সবাই বাকি সবে যদু!
তোমরা যারা রাতের নায়ক দিনে সাজো সাদা!
মুখোশ পরা ভালো মানুষ মনে ভীষণ কাদা!
এক পরী আজ দেখিয়ে দিলো তোমরা কারা জ্বীন?
শত জ্বীনের দাপট দেখি আমরা যারা মিসকিন!
না পেয়ে সুযোগ এখন যারা অনেক বড় সাধু!
পেলে সুযোগ খেয়ে মধু বলতো 'খুবই স্বাদু!'
পড়লে ধরা মুখোশ খোলা বাঁচলে ভালো মানুষ!
এমন তরো ভন্ড যারা ফুল পেলে সব বেহুঁশ!
আসল কারা নকল কারা কেমন করে বুঝি!
নষ্টের ভীড়ে আসল মানুষ হন্যে হয়ে খুঁজি!
১১ আগষ্ট ২০২১, ঢাকা।