আছিস কোথায়? থাকিস কোথায়?
কোন নরকে? কোন দোযখে?
কোন আজাবে? কোন গজবে?
পালিয়ে থাক যতই তোরা
জেনে রাখিস অভিশপ্ত!
জেনে রাখিস নরক পশু!
জেনে রাখিস পিতৃ ঘাতক
শিশু ঘাতক, নারী ঘাতক!
কাপুরুষ আর নপুংসক দল!
যে শিশুরা খুন হয়েছে তোদের হাতে
যে নারীদের খুন করেছিস বিনা দোষে
সেই অভিশাপ তোদের কি আর মুক্তি দেবে?
ফাঁসির দড়ির ভয়েই তোরা জীবন দিবি,
থাকবি বেঁচে চোরের মতো, কীটের মতো,
নাম পরিচয় গোপন করে,
পালিয়ে যাবি জীবন ভর,
এভাবেই সব থাকবি বেঁচে,
মৃত্যু সাজা মাথায় নিয়ে
প্রতিদিনই মরবি তোরা,
সকাল দুপুর বিকাল রাতে
অষ্টপ্রহর অষ্টপ্রহর।
১৫ আগষ্ট ২০২০, ঢাকা।