রমজান আলী এখন নাকি
রামাদান নাম পাবে
জালেবি আর হালওয়ার সাথে
দহি বড়া খাবে।
"রমজানের ওই রোজার শেষে"
লিখে গেছেন নজরুল
এখন তবে এই গান গাওয়া
হবে কি ভীষণ ভুল?
নানান ভাষা নানান জাতি
আল্লাহ দিলেন জানো,
খোদা তোমায় বাংলা ভাষী
করলেন জাতি মানো।
অন্তর্যামী সর্বজান্তা
সন্দেহ নেই মনে!
জানেন বোঝেন সবই তিনি
রাখো তা স্মরণে।
রমজান কেনো রামাদান হয়?
সেহরী কেনো সুহুর?
ঈদুল আযহা আদহা কেনো হয়
ইফতার কেনো ফুতুর?
তুর্কিরা সব বাইরাম বলে
কুরবানিকে জেনো,
বকরি ঈদও কেউ বা বললে
ভুল হবেনা মেনো!
"হরি রায়া এইদিলফিতর"
ইন্দোনেশিয়ার ঈদ
নিজের ভাষায় ডাকলে জোরে
ভাঙবেনা কার নিদ?
কাক পরে যদি ময়ুর পুচ্ছ
কাক থাকবে সবে,
দই কে যতোই দহি বলো
বাঙালি হয়ে রবে।
২ এপ্রিল ২০২২, ঢাকা।