দীপ্রঃ তুমি যেন অনেক দূরের কেউ,
মিলিয়ে যাওয়া ক্ষীণ এক ঢেউ।
দীপান্বিতাঃ
ঢেউয়ের পর ঢেউ, যায় মিলিয়ে দূরে
মন জাগেনা আর কিছুতে সুরে।
দূরাকাশের তারা দূরেই ভালো,
কাছে গেলে যার ঝলসে দেয় আলো।
দীপ্রঃ নিজের পথ নিজেই করেছো রুদ্ধ
ছায়ার সাথে করোনি কি যুদ্ধ?
দীপান্বিতাঃ আর কি কোন উপায় ছিলো বাকি?
আমি তো দিইনি কাউকে ফাঁকি!
আমার নদী শুকিয়ে গেছে
ঢেউ তাতে নেই চর জেগেছে।
যে নদীর জল মরেছে অকাল,
ক্লান্ত মন্থর স্রোত তার জমে জঞ্জাল।
দীপ্রঃ এক জীবনে বেশি কিছু তো নয়,
নির্ভার আশ্বাস, আর প্রেম বিশ্বাস নির্ভয়।
যোগ্যতা আমি করিনি অর্জন?
গ্রহণের ভার বেশি না বিসর্জন?
দীপান্বিতাঃ ভার কম তো নয় মোটে কোনোটাই,
চারিপাশ বিরূপ হলে পুরোটাই।
গ্রহণের ভারটাই খুব বেশি ঠেকে,
পথ সহজ না হয়ে যায় যদি বেঁকে।
তোমার আর আমার কক্ষপথ এক নয়,
জোর মেলানো যে পথ না রয় না সয়।
দীপ্রঃ নদী সাগর মেশে মোহনাতে
এক না হয়েও ভাসে স্রোতে সাথে!
দীপান্বিতাঃ সে মিলন বন্ধন শুধু ঘটে মোহনায়
নদী কখনো সাগরের হৃদয় না পায়,
সাগর সেতো ছোটে মহাসাগর পানে,
যায়না থেমে সাগর নদীর পিছুটানে।
তুমি আর আমি যেনো মাটি আর আকাশ
কাছে এসেও ঢের দূরে দুই মেরুতে বাস।