হতাশ তুমি নিরাশ শোকে দুঃখ তোমার ভীষণ!
দিন কাটে রোজ হা হুতাশে উঠলো লাটে জীবন!
ভাবছো তুমি কেমন জীবন দিলো তোমায় খোদা!
বাকি সবার খুশি দেখে দুঃখে মরো সদা!
'চেহারাটা প্যাঁচার মতো বেজার হলে ভালো?
লম্বা সুঠাম নই তো মোটে রংটা মেটে কালো!
চুলটা কেনো পাতলা হলো মুখটা কাতলার মতো!"
কুরে কুরে খাচ্ছে মাথা ঘুরছে ভাবনা যতো!
"বিসিএস তো দূর পারাবার, নই ডাক্তার ইঞ্জিনিয়ার
আর্মি পুলিশ হলাম না তো ফুলিশ হলাম ডিয়ার!
বেহাল কপাল বেতাল জীবন পানসে বেঁচে থাকা,
দীর্ঘশ্বাসে বুকটা ভাসে মনটা কেমন ফাঁকা!"
শোনো এবার বলছি ডিয়ার দুঃখ বিলাস ছাড়ো
চিন্তা করো শুদ্ধি তোমার জ্ঞান বুদ্ধি নিয়ে বাড়ো!
তুমি যেমন তোমার মতন, যতন করো নিজের,
যাও এগিয়ে শোক পেরিয়ে দুঃখ এতো কিসের?
ধরার মাঝে মরার আগে মূর্খ যারা মরে!
লক্ষ্য ভেদে হও আগুয়ান বক্ষ উজাড় করে,
তোমার পথে স্বপ্ন রথে আসুক শত বাধা
ভেড়াও তরী নতুন ঘাটে, মেলাও জীবন ধাঁ ধাঁ।
১৩ নভেম্বর ২০২১, ঢাকা।