বন্ধু সাজো সামনে তুমি
পিঠে মারো ছুরি
এদের কথা ওদের লাগাও
মিথ্যা ভুরি ভুরি।
বাইরে তুমি সুশীল উদার
ভেতরটা অন্ধকার
কপচাও বুলি উপদেশের
শূন্য তার অন্তসার।
বাইরে তুমি ধর্ম ভীরু
ধার্মিক মস্ত মুমিন,
মুনাফেকি ভেতর জুড়ে
কপট ভন্ড বেদ্বীন।
অগা অবোধ মদন যারা
তোমার পিছে ঘুরি,
বানিয়ে পীর পূজা করি
না বুঝে জারিজুরি।
ভাবখানা এই তুমি জ্ঞানী,
নিউটনের নাতি,
আইনাষ্টাইনের বাবা তুমি
রাইট ভাইদের সাথী।
সবার মুখের কথা কেড়ে
করো বকর বক,
মানোনা যা নিজে তা
অন্যকে দাও ছবক!
সর্বজান্তা শমসের সেতো
তোমার কাছে ফেল,
পড়লে বাটে পায়ে ধরো,
তেলা মাথায় তেল।
দেখতে না পাও পরের ভালো
সন্দেহেতে ধরা,
খুঁত ধরা চাই সব কিছুরই,
মনটা হিংসায় ভরা।
ভাবছো তুমি চালাক শেয়াল
বোঝেনা কেউ কিছু,
মরবে যখন পাবে তখন
থুতু ঘৃণা পিছু।