হলো না আজ, আর কোন কাজ
নীরস গেলো দিবস,
সময় গেলো তোমায় ভেবে
সন্ধ্যা এলো বিবশ।
পাতা ঝরা বিকেল মেশে,
গোধূলি ম্লান ধূলোয়,
শূণ্য গাছ তার ছায়া হারায়,
নিঃস্ব আবেগ ফুরোয়।
পাতা ঝরার শব্দ শুনি
ভাঙন এপার ওপার,
ডুবতে ডুবতে ভেসে থাকি,
সাধ মিটে যায় ডোবার।
রোদ ঢেকে যায় মেঘের ছায়ায়,
মন ভেসে যায় ঢলে।
মেঘের দুঃখ ঝরে পড়ে
পথ ভেসে যায় জলে।
জমে থাকে হাজার কথা
হৃদয় হলো অবশ।
বেলী কদম যায় শুকিয়ে
রাত কেটে যায় বিরস।
ঘুলঘুলিতে একলা চড়ুই
বিষন্ন দুপুরে,
উদাস একটা সুর বেজে যায়
আছো কোন সুদুরে?
বাতাসে কার মিষ্টি গন্ধ,
আকাশে কি খুঁজি?
বৃষ্টির শব্দে ঘোর ভেঙ্গে যায়,
তুমি এলে বুঝি!