আমি এক ভুলে ভরা গল্প;
আমি মানুষটার দোষ বেশি, গুণও নেই অল্প।
তুমি খুঁজে ফিরো যেন আমার ভুলেরি সন্ধানে;
আমি আঁধারে হারাই, পাইনা খুঁজে মানে।
ভেবো না তুমি!!!
এভাবে কোনো একদিন হারাবো এই আমি,
তোমার জন্য রাখবো না কোনো দাবি;
তুমি খুঁজিবে সেদিন, পুৃছিবে সবারে,
শুধু সেদিন তুমি পাবে না আমারে।

Date: 7 October, 2017