আমি হয়তো তোমাকে সেরকম ভালোবাসতে পারিনি..
তা যদি না হয়,আমার না বলা কথা গুলো তোমার কানে পৌঁছাতো !!
আমি বুঝি, তাই বলছি....
এ ব্যর্থতার শতভাগ দায়ভার আমার।
আমি তোমাকে দোষ দিব না।
আমার মন খারাপের ক্ষণে তোমার একটু আশ্বাসের কথা,
কাঁধে ভরসার হাত , বুকে একটু ঠাঁই।
এটাই তো চেয়েছি!
কিন্তু বরাবরের মতো আমার চাওয়াতে তোমার উপস্থিতি নিতান্তই অল্প।
তবুও এ যৎসামান্য দিয়ে খুশি থাকার প্রচেষ্টা নিরন্তর।
অথচ নিজেকে তোমার চাওয়ার অংশ ভেবে মনটা ভরে উঠতো আমার।
এত কিছুর পরও ভালো লাগে যখন দেখি তুমি খুশিতে আছো নিজের মতো করে।
কখনো তোমার খুশিতে আমায় ডেকে নাও, কখনো বা কর্তব্যের খাতিরে।
তবু ও তোমায় আমি ভালোবাসি... ভালোবেসে যাবো।।
ভালোবাসা মানে না ভেবে চিন্তে ভালোবাসা...
শুধুই ভালোবাসা হিসেব না করে।
কারন তুমি কারো পৃথিবীর অংশ হলেও,
আমার কাছে তো তুমি পুরোটাই আমার পৃথিবী।
Date : 10 May, 2016