ষোড়শী কন্যার উদাস ক্ষণগুলোতে
তোমার অনুপস্থিতি যেন…
রুক্ষতায় ভরা এক ম্যাড়মেড়ে সকাল।
সঙ্গীতের গীতি কবিতায়
সুর ছন্দের অনুরণনে;
তুমি ছাড়া খুঁজে পায় না
কোন ঐকতান।
হ্যাঁ… ভালোবাসা…
তুমি থাকো…
মাতৃজঠরে ক্ষুদ্র প্রাণের স্পন্দনে
সন্তানের আধো বোলে বাবা ডাকার অনুভূতিতে…
বেদনায় মুষড়ে পরা মাথায় প্রিয়জনের স্পর্শে…
প্রিয়ার হৃদপিণ্ডের ধুকপুকানিতে তুমি আছো..
তমসাচছন্ন রাতের মায়াময় স্পর্শে..
ভালোবাসা তুমি থাকো …
আমার না বলা কথাতে…
অভিমানে চুপ হয়ে যাওয়া ভাষাতে…
তোমার অনুপস্থিতি যেন তীব্র ভাবে জানান দেয়…
তোমাকে কতটা প্রয়োজন?
ভালোবাসা… তুমি সবার জন্য…
ভালোবাসার প্রতিটা দিন হোক সবার নামে…
বৃহত্তর পরিসরে ভালোবাসা
পৌছে যাক সবার অন্তরে।

Date: 14 February, 2019