জানি না এ সময়টা কেমন হতো-
তুমি না এলে?
হয়তো এমন হতো-
প্রাত্যহিক কাজ গুলো বরাবরের মতো করে যেতাম।
অনলাইনের কোনো সেলিব্রেটিকে দেখে ক্রাশ খেতাম...
অথবা ইউটিউবে মেহেদি হাসানের গজল শুনতাম...
মাঝে মাঝে কষ্টের পেয়ালায় দুঃখ পান করতাম।
হয়তো দিনপঞ্জির তারিখ গুলো
কোনো আলাদা গুরুত্ব বহন করতো না!
হয়তো সপ্তাহের প্রতিটা দিন কেটে যেতো
স্বাভাবিক নিয়মে!

কিন্তু যখন তুমি এলে...
মনে হলো
শীতের পর বসন্ত এসেছে...
চারপাশের মতো রঙিন হয়েছে মনও।
তাই হয়তো এখন...
সময়টা অন্যরকম।
একটা অস্থির অনুভূতি-
মুঠো ফোনের স্ক্রিনে রাখা ছবিটা
কতশত বার দেখি কাজের ফাঁকে...
কোনো বিশেষ মুহূর্তের স্মরণে
ঠোঁটে খেলে যায় মুচকি হাসি।
অথবা কোনো কারন ছাড়াই...
পাঠিয়ে দিই কোনো বার্তা-
আর প্রতীক্ষায় থাকি উত্তরের।
কখনো শুধু কণ্ঠধ্বনি শুনতে
কান পাতি হৃদয়ের ইথারে।

সময়ের এ পালাবদল...
ভালোই লাগছে অন্যরকম;
ভালোবাসার ওই আবেশে...
মন ময়ূরী মেলছে পেখম।

Date: 10 February, 2021; Wednesday