তোর অপেক্ষায় মন উচাটন,
বারে বারে হয় হৃদয়ে শিহরণ;
চারদিকে কেন খুঁজে যাই,
আলো-আঁধারে কেন হাতড়াই?
তুই আসবি বলে ভাবে মন,
চেহারাবন্দি যেন তোর অবয়ব ;
ভালোবাসার রঙে রাঙে মন,
কেন ভাবে তোরে সারাক্ষণ?
আয় না রে জানু কাছে তুই,
হাত বাড়িয়ে তোকে একটু ছুঁই ;
চিবুক ধরে দেখি ঐ মধুর হাসি,
জানিয়ে দিই তোকে কত ভালোবাসি।