যে শিশুটা আমার কোলে...!
তাকে পর্যাপ্ত সময় দিতে পারি না বলে...
আফসোসের চিনচিনে ব্যথা
দিনশেষে আমায় তাড়া করে ফিরে।
অথচ কাজের তাড়ায় ছুটে চলা আমি
ফুটপাতে বসে থাকা আমার সন্তানের বয়সী
অন্য একটি শিশুকে দেখে আনমনা হয়ে পড়ি।
বড্ড অবহেলায় কাটছে তার শৈশব।
সবাই এখন নিজের কাজে ব্যস্ত,
ফুরসত কোথায়?
শুধু মন জুড়ে অদৃশ্য অভিযোগ।
ঐ শিশুকে দেখলাম, বাসায় গিয়ে নিজেরটাকেও দেখি।
তফাত তেমন দৃষ্টিগোচর হয় না।
দুজনেই অভিযোগহীন।
হয়তো একদিন সে বুঝতে শিখবে...
নজরে আসবে স্মৃতিপট...
হয়তো হাসি হাসি মুখে বলে দিবে
তার না পাওয়ার কথা।।
আমার হয়তো বলার কিছুই থাকবে না।
তবু ও তার জন্য আমার একটা জবাব থাকবে তোলা...
" বাবাই, তোকে আলোকিত জীবন দিতে, স্বাবলম্বী করতে, তোর নিজের উপরের বিশ্বাসকে দৃঢ় করতে আমার তোকে পর্যাপ্ত সময় না দেয়া। এটা কোন জাস্টিফিকেশন নয় রে বাপ্পী; শুধুই আমার অপারগতার সহজ স্বীকারোক্তি। "