এভাবে কেউ আর দাঁড়ায়ে রয় না।
পাড়ি দিয়েছে ভুবন সাগর পাড়ে...
সখী বলে যেন আর ডাকে না...
স্মৃতির ঢেউরা হৃদয়তটে আঁছড়ে পড়ে।
ভালোবাসা যেন আজ ফিকে লাগে...
আন্তরিকতা গুলো মেকি...
ঘুম ভাঙ্গা চোখে জীবন দেখে
হারিয়ে ফেলেছি সে কি।
তোমরা যেন হারিয়ে গেছো...
দুর আকাশের মাঝে...
মনের কোনে ঝড়ের বেগে
ব্যথা জাগে কেন সাঝে?
স্মৃতিরা যেন কাঁদায় মোরে...
বারে বারে অগোচরে;
কবর কবিতা লিখতে পারি না...
চিরজাগরুক তারা হৃদয় মন্দিরে।

Date: 28 April, 2019