শৈশবসাথী আমরা দুজন
                  এমনি এক মানিক জোড়,
কে জানত সে দিন এ বিদ্যালয়ে
                     তার সাথে শেষ দেখা মোর।
শীতকালীন ছুটি শেষে
                      বিদ্যালয় গেল খুলে,
এর মাঝে হঠাৎ বন্ধু আমার
                   দেশ ছেড়ে গেল চলে।
আফসোস ভরা শেষ কথা গুলো
                       এখনো কানে বাজে,
দুরদেশে রয়ে বন্ধু আমার
                     হৃদয় মাঝে বিরাজে।
সেও আমি তখনি বন্ধু
                    যখন বুঝিনি কি বন্ধুত্ব,
হাসি-খুশি মান-অভিমানে
                        প্রবেশ করেনি স্বার্থ।
হয়তো তেমন বুঝিনি তাকে
                       হারিয়ে এখন বুঝি,
তাইতো এতো বন্ধুর মাঝে
                        বারবার তাকে খুঁজি।    
    
(আমার একমাত্র বাল্যসখা 'অরুণিমা :
শুধু তার জন্য)