তোমাকে নিয়ে কবিতা লিখতে গেলে যদি কখনো,
আমার শব্দরা বিদ্রোহ করে,
কিংবা উপমাগুলো হয় ক্ষুব্ধ ;
ভেবো না, আমি ভালোবাসতে ভুলে গেছি।
তোমার ছোট ছোট অবহেলা আমাকে,
তোমার কাছ থেকে বহুদূরে নিয়ে গেছে।
তোমার অজান্তে আমি হারিয়ে গেছি,
তোমার মনের পিছনের দরজায়।
যেথায় আমার উপস্থিতি তোমায় কখনো ভাবায় নি,
আজ আমার শূণ্যতা তোমাকে এতটাই ভাবাবে,
কল্পনারা তাড়া করবে তোমায় প্রতিনিয়ত।
কোন অভিযোগ নয়, নয় অভিমানের ফুলঝুরি;
আমি বিলুপ্ত হয়ে মিশে যাবো বায়ুতে,
রয়ে যাবো স্পর্শের বাইরে।
তোমার বুভুক্ষু হৃদয়টার কথা ভেবে,
প্রতিটা মুহূর্ত আমি কষ্ট পাবো;
কিন্তু আমি চাইলেও আর ফিরতে পারবো না,
এখন আমি....
তোমার কাছের আকাশের দুরের এক তারা।
আমি জানি, নিত্য যে ভালোবাসে;
সে বরাবরি ভুলে যায়,
ভালোবাসা প্রকাশের প্রয়োজনীয়তা।
ভালোবাসার জন্য তৃষিত হৃদয়গুলো কখনো চায় না,
মুহূর্তগুলো হারাতে ;
বার বার সে বাহানা খুঁজে,
হৃদয়ের প্রতিটা পরতে।
অনেক দূরের আমি, হৃদয়ের অনেক কাছের আমি;
যেথায় আছি আমি,
থাকো যেথায় তুমি;
আমি-তুমি মিলেই যেন সজীব মরুভূমি।

Date: 26 September, 2015