শৈশবকাল পেরিয়ে সে ছোট্ট কিশোরীর
স্বপ্নরাজ্য জুড়ে থাকে যে রাজকুমার ;
আজ যেন সে যৌবন থেকে পিছু ধায়।
ফিরতে চায় কৈশোরে....
মনের অজান্তে হৃদয়ের কোনে
গড়ে উঠা স্বপ্ন বাসরে
নিজেকে ফিরে দেখে।
বার বার মুগ্ধ হয়....আর ভাবে---
কত যে মধুর সে ভাবনাগুলো...
কত জীবন্ত সে অনুভূতি!!!
অতি আগ্রহে স্মৃতির জাবর কেটে তৃপ্তি পায়।
আমিই সেই কিশোরী!!!
কল্পনার জগত ও পড়াশোনার জগত হতে
আলাদা করে ভাবি নি জীবনটাকে।
গল্প-কবিতার আবডালে খুঁজে গেছি সে প্রিয়মুখ।
ভেবেছি হয়তো অপেক্ষার কাল ফুরোবে।
কেটে গেলো প্রতীক্ষার ক্ষন গুলো।
তুমি এলে....!
সমগ্র সত্তা নিয়ে...
দখল করে নিলে হদয়টাকে।

Date: 16 April 2017