সখী, আমার ইদানিংকালের কবিতা গুলো পড়ে,
প্রশ্ন ছুড়ে দিলো গতকাল মুঠোফোনে;
" কিরে, প্রেমে পড়েছিস বুঝি নতুন করে! "
একটু মৃদু হেসে জবাব দিলাম তারে,
" প্রেমে পড়েছি সেতো কবে অনেক আগে,
যখন দেখিনি কভু তারে;
তার অস্পষ্ট চেহারাকে সঙ্গী করে,
গিয়েছি কত না অভিসারে।"
হা হা করে হেসে সে বলে আমায়,
"সেতো জানি সখী আমি,
তবুও কেন জানিরে তোর কবিতা পড়ে;
বারবার দ্বিধা জাগছে মনে,
প্রেমটা যেন নতুনরূপে এসেছে জীবনে।"
মুঠোফোনের আলাপচারিতা শেষে হঠাৎ গেলাম থমকে,
সখী আমার, কি বলে গেলো?
তবে কি ভালোবাসা পেয়েছে,
নতুন রঙ তোমার ভালোবাসায়?
সাহিত্যের অলিগলিতে ঘুরে ফিরে,
কল্পনার রঙে সাজিয়েছি ;
স্বপ্নে উঁকি দেয়া সে মানুেষরে,
এঁকেছি মনের মতো করে।
অনুভূতি হয়তো দেয়নি সাড়া,
স্পর্শের বিদ্যুৎ তরঙ্গে হয়নি দিশেহারা;
কোন মৃদু হাসি তোলেনি হৃদয়ে শিহরণ,
মুখাবয়বহীন চেহারায় স্বপ- জাগরণ।
ভাবনার জগতের বাইরে এসে,
আবিস্কার করলাম অবশেষে;
কোথাও যেন কোন অদৃশ্য টানে,
জড়িয়ে আছি কোনো বন্ধনে।
অনুভূতিরা আজ পায় সাড়া,
হৃদয়টাও হয় দিশেহারা;
শিহরণে জাগে অন্তর,
ভরায় সুখে মনের শহর।
তাইতো সখী বলছি তোকে,
সীমাহীন উচ্ছ্বাস নিয়ে বুকে;
পড়েছিরে নতুন করে সে পুরাতন প্রেমে,
যে ছিল আমার সাথে বিধাতার ফ্রেমে।