আষাঢ়ের প্রথম দিবস জীবনে প্রথম এসেছিল,
যে বার তুমি প্রথম এলে আটপৌরে জীবনটাতে।
ছাত্রানং অধ্যয়নম তপঃ এ মন্ত্র জপতে জপতে ,
কাটিয়ে দিয়েছি জীবনের অনেকটা সময়।
বাদল দিনের প্রথম কদম ফুল কিংবা পহেলা ফাগুন.
হৃদয়পুরে কখনো অনুভূতির জ্বালেনি আগুন।
হয়তো হৃদয়ের দ্বার বন্ধ করে থেকেছি লুকিয়ে,
হয়তো অন্তর আমার ছিলো অপেক্ষায় মুখিয়ে।
প্রকৃতির কদম ফুল নেই হয়তো হাতে,
মন ভরে আছে তোমার ভালোবাসাতে।
আজ যখন জেনেছি আষাঢ় এলো ধরনীতে,
পারি কি বলো হৃদয়কে বঞ্চিত করতে?
হে প্রাণ সখা, আমি বলি তোমারে,
হৃদয় তোলে সুর হাজারে হাজারে;
আষাঢ়ের প্রথম দিনের মতো করে,
চিরযৌবনা থাকুক তোমার হৃদয়।
কাছে কিংবা দূরে, বাহিরে অথবা বাহু ডোরে,
যেখানে রই না কেন আমরা দু'জন;
সকল অস্থিতিশীল পরিবেশের বাঁধা কাটিয়ে,
ভালোবাসা আমাদের কখনো যাবে না হারিয়ে।