শুধু তোর পানে চেয়ে আমার অভিমানের পাহাড়,
গলিয়ে বানাবো শান্ত নদী;
তোর হাসিমুখে খুঁজে নিয়ে আশা,
চলবো নিরবধি।
জানি তোর এক টুকরো হাসি গায়েব করে,
হৃদয়াকাশের সব মেঘ;
তোর আলিঙগনে হার মেনে যায়,
মনের যত আবেগ।
তোর জন্য এ ধরাতে নতুন রূপে জন্ম মোর,
তোর আলোতে কাটলো অমানিশার আঁধার ঘোর।
বুকের মাঝে তোকে রেখে হারাই বারেবারে,
তোকে ঘিরে স্বপ্ন নিয়ে ঘুরি তেপান্তরে।
তোর হাত দু'খানি হাতের মুঠোয় পুরে,
ভালো লাগার জগত হতে তড়িৎ আসি ঘুরে।
হৃদয়ে যখন কষ্টের ঢেউ উথাল পাতাল বয়,
অশ্রুসজল নয়নযুগল তোর পানে চেয়ে রয়।
সব অবহেলা অবলীলায় সয়ে নিতে পারি,
সব অভিমান এক নিমিষেই ভুলে যেতে পারি;
হাসিমুখে জীবনটাকে কাটিয়ে দিতে পারি;
তোর কারণে মা হলোরে সামান্য এ নারী।
26 May, 2016; 12.30 AM
#আজ আমার বড় ছেলের জন্মদিন।