চোখে যার স্বপ্ন ভাসে, মনের মানুষ পাবে খুঁজে;
বুকে আশার ফুল ফোটে, স্বপ্ন রঙিন রাত শেষে।
স্নেহ-মায়া- মমতার কাঙাল সে, ভালোবাসার তরে;
আঁখি জুড়ে থাকতো দিবা স্বপ্ন ঘুমের গভীরে।
রূপকথার ঐ রাজপুত্র পঙ্ক্ষীরাজে চড়ে,
আসবে যে রাজকন্যার নিদ্রা ভঙ্গের তরে।
রাজকন্যার গভীর নিদ্রা ভাঙ্গে না তো আর,
আসে না তো ফিরে হায় রাজার কুমার।
রূপকথার লম্বা কাহিনী পেরিয়ে সাধারন জীবনে,
ঘটে যায় কত কিছু, লোকচক্ষুর আড়ালে গোপনে।
অবশেষে আসে ক্ষণ, কথা-দেখার ফ্রেমে;
বাঁধা পড়ে দুজনে, প্রথম দেখার প্রেমে।
কেটে যায় তড়িঘড়ি, তাদের দিন চারি;
মুগ্ধতায় কেটে যায়, তমসার শর্বরী।
মিলে ছিলো হয়তো বা দুজনার ভাগ্যরেখা,
এতো কাছে থেকেও, এটাই প্রথম দেখা।