তুমি আমাকে কতটুকু ভালোবাসো?
এই একটা প্রশ্ন যখন আমার সামনে ধরো-
তখন ভাবি-
আসলেই তো কতটুকু ভালোবাসি তোমায়?
কিন্তু সে প্রশ্নের উত্তরে কেন যেন
হাজার প্রশ্নের হয় উদয়...
কতটুকু ভালোবাসলে তুমি আমার
চিন্তা জুড়ে থাকো?
কেন তোমার কথা ভাবলেই
মিষ্টি একটি হাসি ফুটে ওষ্ঠাধরে?
কেন সারা পৃথিবীর নজর উপেক্ষা করে
চোখ দুটো তোমাকেই খুঁজে ফিরে?
সত্যিই আমি জানি না...
তোমাকে ভালোবাসি কিনা-
কিংবা কতটুকু ভালোবাসি?
তবে উপরের এসব কিছু তো
সবি আমার সাথে হয়!!!
এবার তুমি মেপে নাও আমার ভালোবাসা।
আমি পারবো না মাপতে-
সত্যি কথা বলতে কি... মাপতে চাই না।
নিক্তি কিংবা শতকরা হারে মাপা ভালোবাসা
প্রকৃতই কি হৃদয় পর্যন্ত পৌঁছায়?
কায়িক ভাবে স্পর্শ করা যায় সবি...
কয়জন পারে হৃদয় ছুঁতে?
তুমি তো আমার হৃদয় ছুঁয়ে ফেলেছো!
তাই সারা অনুভূতি জুড়ে তুমি আছো।

Date : 19 February 2021; Friday