এক প্রহর
হ্যাঁ; মাত্র তিন ঘন্টা
অষ্টপ্রহরের দিনটাতে
মিস করা হয় কতটুকু?
খানিকটা অভিমান
খানিক অনুযোগ
কখনো কখনো
তোমার হৃদয় অবধি পৌছায় না।
তবুও তো ভালোবাসা
এক স্বর্গীয় অনুভূতি।
প্রহর লাগে না
লাগে একটা মুহূর্ত
স্পর্শ বিহীন ভাবে ছুঁয়ে যায় হৃদয়   ।

১৯.০৩.২০২১