সারা পৃথিবীকে আলতো করে জড়িয়ে ধরে,
একটি দীর্ঘ চুমু একে দিলো গোধূলির অস্তগামী সূর্য।
তাতেই লজ্জায় আরক্তিম পৃথিবীর গোলাপি আভা,
রাঙিয়ে দিলো প্রেমিক মন।
মনের গভীরে অনুভূতি পোকাগুলো ছোট ছোট দংশনে,
জানিয়ে দিচ্ছে অগোচরে;
ভালোবাসা এমনি হয়...
পাওয়া- না পাওয়া, হাসি- কান্নার,
এক মিশ্র অনুভূতি।
তবুও মন ভালোবেসে যায়!
বিরহের রাত্রি পেরিয়ে,
প্রভাতের লালিমা দেখার আশায়।
আমি তো বেসেছি ভালো,
সাত- পাঁচ না ভেবে;
কারন ভেবে কি আর,
ভালোবাসা হয়?
কখন যে হৃদয়ের তারে,
তোমার স্পর্শ তুলে আনে
নতুন সুরের ঐকতান।
কখন যে সে হৃদমাঝারে,
জাগিয়ে দিলো,
এক বিচিত্র অনুভূতি।
হঠাৎ অনুভব করলাম,
অন্তরে ভালোবাসা।
আবিস্কার করলাম,
এই বুঝি ভালোবাসা!

Date: 24 September  2015