মুখায়বহীন তোমার অস্তিত্বের উপস্থিতি
স্বপ্নের মাঝে বোনা সূক্ষ জালে
হৃৎপিন্ডের গতিটাকে দেয় বাড়িয়ে;
অনেক অপ্রাপ্তির ভীড়ে তোমায় পাওয়া
আশা-নিরাশার দোলাচলে তোমার তরী
যায় সব পাওয়াকে ছাড়িয়ে।

জানি, কাব্য ছন্দের উপমায় তুমি
বন্দী হতে চাও না;
বিশ্বাস করি স্রস্টার কৃপায় তুমি
অনেক বড় পাওনা।

আমার ঝাপসা-ধূসর চোখে ছাড়াও
আছো তুমি, আমার না বলা কথায়;
সুখের ক্ষণে জোৎস্না হয়েও
আছো আমার সকল ব্যথায়।

মনে রাখতে চাই না তোমায়
ভুলতে যে চাই বারে বারে;
যেন তোমায় ভুলতে গিয়ে
সকল সময় মনে পড়ে।

সেই কবে ফিরছি ঘুরে তোমায় সাথে নিয়ে
আমার সকল সুখে-দুঃখে তোমায় জড়িয়ে।

সেই কবে থেকে বাসছি ভালো
সে ভালোবাসায় নেই তো শেষ;
হৃদয়টাকে উষ্ণ রাখে
তোমারই প্রেম-প্রীতির রেশ।