কারো সাথে তোমার অতিরিক্ত অন্তরঙ্গতা
ধীরে ধীরে ভিত্তিহীন করছে তোমায় অগোচরে।
তুমি হারিয়ে ফেলছো তোমার ভিত্তি,
সে ক্রমেই হয়ে উঠছে তোমার জীবনে
একিলিসের গোঁড়ালির মতো সবচেয়ে অরক্ষিত।
যাকে মন খুলে প্রাণের সখা ভেবে
বলছো নিজের গূহ্য কথা!
তোমার অজান্তে করছে সে
তোমার জন্য চক্রব্যূহ রচনা।
খেয়ালি মানুষের স্বার্থ যুদ্ধে,
অভিমূণ্যের মতো বারবার হারবে তুমি।
জিতে দূর্যোধন-জয়দ্রথরা আজকের মহাভারতে।
নিজের প্রিয় জিনিসকে ধর্মের নামে বাজি ধরে
যুধিষ্ঠিরের মতো কাপুরুষেরা।
ধর্মপুত্রের করা সবচেয়ে বড় অধর্মের বলি হয়
কোন কোন দ্রৌপদী।
এ বিশ্ব-সংসার-সমাজ-দেশ এ
চলছে প্রতিনিয়ত মহাভারত;
হিংসার-ঈর্ষার সাংঘর্ষিকতায়
পাল্টে যায় সম্পর্কের ভাষা!
ঐশ্বর্য-বিত্তের তুলাদণ্ডে মাপা হয় ভালোবাসা,
আর এখানে টিকে থাকতে হলে সবার আগে চাই;
শকুনির মতো বক্র চিন্তা।

Date: 10 September 2015