নিষ্ঠুর নিয়তি তার, যারে ঈশ্বর বানায় নারী;
কেন গড়ে বিধাতা তারে, এতটা মায়া সঞ্চারি?
নিরাপত্তার আবডালে কেড়ে নেয় সমাজ, ভালোভাবে বাঁচার স্বাধীনতা;
জগতের মাঝে মমতার অজুহাতে, হারায় সে সরলতা।
সবাকার মান-সম্মান রক্ষার গুরুদায়িত্ব নিয়ে কাঁধে,
সরল বিশ্বাসের মূল্য দেয় পা দিয়ে ষড়যন্ত্রের ফাঁদে।
আপনজনের চোখের কোলে দেখে অবিশ্বাস,
বেঁচেও আছে মরে কিংবা দেয় যে গলায় ফাঁস।
সবাইকে খুশি রাখার তার কিসের এতো দায়?
পারে না সে কাপুরুষের মতো নিতে যে বিদায়।
স্রষ্টার করুনাময় রূপ, সে তো কেবলই নারী;
মহামায়ার অংশ সেতো রয়েছে সংসার বিস্তারি।
Date: 24 December, 2015