জানো তো আমার খুব ইচ্ছে হয়...
তোমার সামনে বসে-
খুলে দিব আমার না বলা কথার ঝাঁপি।
তুমি কিছুই বলবে না...
বিরক্ত ও হবে না।
শুধু চোখ ভরা বিস্ময় নিয়ে
আমার হাত দু'খানি
নিজের হাতের মুঠোয় পুরে
শুনবে আমার প্রতিটা শব্দ।
তোমার চোখের বিস্ময়ের আড়ালে
খুঁজে নিবো তোমার ভালোবাসা...
পড়ে নিবো তোমার চোখের ভাষা
" এতো কথা বলতে পারে মেয়েটা! "
সময়ের বিপরীতমুখী গতিতে
কথা গুলো বলা হয়ে উঠে না...
মুখোমুখি বসে কথা শোনার...
হয় নাকো অবসর ;
ব্যস্ত পৃথিবীর ঘূর্ণিপাকে-
তোমার - আমার ইচ্ছে গুলো...
রয়ে যায় অপূর্ণ --
হ্যাঁ - তবু স্বপ্ন দেখি
মুখোমুখি বসিবার।
স্পর্শের উষ্ণতায় মনের অভিমানের...
পাথর গুলোর মিলিয়ে যাওয়ার আশায়।
সে আশায় বাঁচি...
সে ভালোবাসায় বাঁচি...
নিয়তই যা দিয়ে যাচ্ছো
জানা - অজানায় হৃদয়ে।