মন আজ বড়ই দ্বিধাবিভক্ত
একদিকে বলছে
"কবে ফুরোবে দিনগুলো?
ফিরে যাবো আপন ঠিকানায়।
অন্যদিকে জানান দেয়
"এইতো কটা দিন মাত্র আছি
সুখে দুঃখে পাশাপাশি
হয়তো আর কখনো দেখাই হবে না।
কি হবে এতো কিছু পুষে রেখে
ছোট্ট মনের কোণে।
মন জুড়ে থাকা গভীর ভালোবাসা
স্মৃতির পাতায় নিয়ে
কিছু দিনের মধ্যে যাবো হারিয়ে।
হঠাৎ হয়ে গেলে দেখা
কোনো প্রীতির সম্মিলনে
জীবনের এ ক্ষণগুলো পাবে সজীবতা।
আছি প্রতীক্ষায়।