ভালো লাগার ক্ষন গুলো
তাড়াতাড়ি ফুরিয়ে যায় কেন ?
মনে হয় মেঘলা আকাশে
বিদ্যুত্‍ চমকালো যেন !!!
তবু হায় কল্পনার সুতা দিয়ে
স্বপ্ন বুনে চলি...
বার বার তোমার অজান্তে
না বলা কথা বলি...
স্বপ্ন, কথা, ভালোবাসায় জড়িয়ে আছ তুমি...
তুমি হীনা জীবন যেন
শূণ্য মরুভূমি...